ইসলামপুরপ্রধান খবর

মানবেতর জীবনযাপন করছেন লোম মানব নামের একটি পরিবার

ফিরোজ শাহ,ইসলামপুর: পরিবারটির সদস্য সংখ্যা আটজন। প্রত্যেকের গায়ে অস্বাভাবিক লোম। এই লোমের কারনে তারা  সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন। স্থানীয় কারোর কাছে তারা ভয়ের কারণ, আবার কেউবা করেন হাসি তামাশা। পরিবারটির অভিযোগ সমাজের কেউ মিশতে চায় না তাদের সাথে, দরিদ্র অসহায় পরিবারটির অভিযোগ তাদের সহায়তায় এখন পযন্ত এগিয়ে আসেনি কোন সরকারি দপ্তর।

জামালপুরের ইসলামপুর পৌরসভার ফকিরপাড়া গ্রামে বসবাস করছেন এমন এক অদ্ভুত পরিবার। হত দরিদ্র পরিবারটির প্রতিটি সদস্যের সারা শরীরজুড়ে অস্বাভাবিক ঘন লোম। এই বিরল শারীরিক বৈশিষ্ট্যের কারণে তাদেরকে স্থানীয়রা লোম মানব পরিবার বা দাঁড়িওয়ালা মানব বলে ডাকে। পরিবারের মেয়ে ছেলে উভয়ের শরীরেই রয়েছে অস্বাভাবিক লোম। যা তাদের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলছে। মানবেতর জীবনযাপন যেন তাদের নিত্যসঙ্গী। সমাজের কৌতূহল আর কটূকথার আঘাতে তারা আজও সাধারণ জীবনের স্বপ্ন দেখতে পারেন না। তাই সামাজিক ও সরকারি সহায়তা চায় পরিবারটি।

পরিবারটি দীর্ঘদিন ধরেই এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জীবনযাপন করছে। পরিবারের সদস্যরা জানান- জন্মের পর থেকেই তাদের শরীরে অস্বাভাবিক লোম গজাতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে লোম আরও ঘন হয়ে যায়।

পরিবারের নারী সদস্য শিরিনা আক্তার জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম’কে জানান- তার বিয়ে হয়েছে। তাকে  অবহেলার চোঁখে দেখেন স্বামীর বাড়ির আত্মীয়রা। কেউ তাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে চায় না। তাই বাধ্য হয়ে গরীব বাবার ঘরেই রয়েছেন কষ্ট করে।

পরিবারের আরেক সদস্য ভোলা হোসেন ক্ষোভ প্রকাশ করে জানান-‘বাইরে কোন কাজে গেলে সবাই তাদেরকে এড়িয়ে চলে, অনেক সময় পাশে দাঁড়াতে পর্যন্ত দেয় না।’

Related Articles

Back to top button