বকশীগঞ্জ

সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়িতে ধানের আঁটি সরানোর সময় সাপের কামড়ে হামিদুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকার চর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হামিদুর রহমান ওই এলাকারই মৃত ওয়াহেদ মিয়ার ছেলে।

নিহতের স্বজনেরা জানান- দুপুরে হামিদুর রহমান নিজ বাড়িতে ধানের আঁটি সরাচ্ছিলেন। এ সময় লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সাপের ছোবল খাওয়ার সাথে সাথেই হামিদুর রহমানের স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তবে চিকিৎসা শুরুর আগেই দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন- বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ায় হাসপাতালে আনার পর তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ বলেন- ভিকটিম হামিদুর রহমান ধানের আঁটি সরাতে গিয়ে সাপের কামড়ের শিকার হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলছে।

বর্তমানে কৃষক হামিদুর রহমানের মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে। এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button