মেলান্দহ

বর্ণিল আয়োজনে দীপাবলি উৎসব

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: অশুভ শক্তির বিনাশ ও মঙ্গল প্রদীপ জ্বেলে সত্য, শান্তি ও সুন্দরের আলো ছড়ানোর ব্রত নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উদযাপিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ ও সনাতন বিদ্যার্থী সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল পূজা পালন, ভক্তিমূলক গান, অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ এবং মনোমুগ্ধকর আলোকসজ্জা। সেই সাথে মঙ্গল প্রদীপের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক প্রদ্যুৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূতত্ত্ব বিভাগের অস্থায়ী শিক্ষক অধ্যাপক ড. মৃণাল কান্তি রায় চৌধুরী এবং রসায়ন বিষয়ের প্রভাষক সমীরন কুমার ঘোষ।

সনাতন বিদ্যার্থী সংসদের আইন বিষয়ক সম্পাদক প্রমা প্রামাণিক এবং কার্যকরী সদস্য শ্রেয়া রায়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সাধন চন্দ্র পালসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সাধন চন্দ্র পাল বলেন, “দীপাবলির এই মঙ্গল আলোয় পৃথিবী সত্য, শান্তি ও সুন্দরের ধারায় আলোকিত হবে। আমরা বিশ্বাস করি, এই আলোয় সকল অন্ধকার কেটে যাবে, অশুভ শক্তির বিনাশ হবে এবং সকল অশান্তি ও দুর্গতি দূর হবে।”

Related Articles

Back to top button