বকশীগঞ্জে টিডব্লিউএ নির্বাচন: পাহাড়ে নির্বাচনের হাওয়া
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টি.ডব্লিউ.এ)-এর শাখা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে। সমাজের ঐক্য, উন্নয়ন এবং অধিকার রক্ষার মূল এই সংগঠনের নির্বাচন আগামী ২৪ অক্টোবর, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রার্থীরা তাদের প্রতীক ও অঙ্গীকার নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, পোস্টার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় মুখরিত পুরো নির্বাচনী এলাকা।
এই নির্বাচনকে ক্ষুদ্র-নৃতাত্বিক সম্প্রদায়ের নেতারা দেখছেন তাদের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে। নির্বাচনে ৩৯৬ জন ক্ষুদ্র-নৃতাত্বিক ভোটার ভোট প্রদান করবেন। তাদের প্রতিটি ভোটই এই সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা যায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে দু’টি শক্তিশালী প্যানেল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে। এই নির্বাচনে চেয়ারম্যান পদের প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন ‘আনারস মার্কা’র প্রার্থী মি. জয় দাংগো এবং ‘চেয়ার মার্কা’র প্রার্থী বিন্ধু মারাক। উভয়ের প্যানেলই তীব্র প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করেছে।
মি. জয় দাংগোর ‘আনারস মার্কা’ প্যানেলের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: ভাইস চেয়ারম্যান পদে মি. এলিন রিছিল, মি. দিগেন্দ্র সাংমা, থেংসুয়া খকসী, জেনারেল সেক্রেটারী পদে মিসেস ঝুমা রেমা, জয়েন্ট সেক্রেটারী পদে মি. রাহুল রাকসাম, শিলচি খকসী, কোষাধ্যক্ষ পদে রাধানাথ মারাক, সাংগঠনিক সম্পাদক পদে মি. পলাশ সাংমা, দামেন সাংমা, প্রচার সম্পাদক পদে মি. সাগর খকসী, সন্তুোষ সাংমা, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মিসেস. তামিয়া খকসী, কার্যকরী সদস্য পদে মি. নিবারন সাংমা, মি. প্রভাস মারাক, মিসেস নবিনা মারাক, মিসেস মাগদালীনা ম্রং, মি. জগদীশ চন্দ্র বমর্ণ ও মিসেস পুতি মারাক।
বিন্ধু মারাকের ‘চেয়ার মার্কা’ প্যানেলের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন: ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা সাংমা, খোকন মানকিন, সহেন্দ্র সাংমা, কাপুস মারাক, জেনারেল সেক্রেটারী পদে সারথী খকসী, জয়েন্ট সেক্রেটারী পদে সুবাস চন্দ্র বর্মন, কোষাধ্যক্ষ পদে মৃনাল চিসিম, সহ-কোষাধ্যক্ষ পদে নিকোলাস মারাক, সাংগঠনিক সম্পাদক পদে আজ্ঞাধা মারাক, দীজেন মানকিন, প্রচার সম্পাদক পদে শ্রীয়েন চন্দ্র বর্মন, ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নন্দিতা দাংগো, কার্যকরী সদস্য পদে প্রবীর দাংগো, অর্জুন মারাক, পিটার দাংগো, গেজ সাংমা, পায়েলে সাংমা, লিটন দাংগো, জ্যোতি দাংগো ও পুতিলা খকসী।
চেয়ারম্যান পদপ্রার্থী মি. জয় দাংগো বলেন- “ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন আমাদের ঐক্য, উন্নয়ন এবং অধিকার রক্ষার মূল ভিত্তি। আমি নির্বাচিত হতে পারলে বকশীগঞ্জের ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।”
বিন্ধু মারাক তার নির্বাচনী বার্তায় বলেন- এটি শুধু একটি সংগঠন নয়, আমাদের ঐক্য, অধিকার এবং সংস্কৃতির প্রতীক। আমি নির্বাচিত হতে পারলে, এই পবিত্র আমানত রক্ষা করে আপনাদের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব।”
সকল প্রার্থীই এখন প্রতীক ও অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। আনারস এবং চেয়ার এই দুই প্রতীকের লড়াইয়ে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী তাদের মূল্যবান ভোট দিয়ে বকশীগঞ্জ টি.ডব্লিউ.এ.-এর নেতৃত্ব নির্বাচন করবেন।