মেলান্দহ
জাবিপ্রবিতে পূবালী ব্যাংকের ডিজিটাল সেবা ও সিআরএম বুথ উদ্বোধন
মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) পূবালী ব্যাংক পিএলসির সিআরএম বুথ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকোনুজ্জামান বুথের উদ্বোধন করেন।
এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হিসাব খোলা, ভিসা ডেবিট কার্ড, ‘টাকা পে’ কার্ড ও দ্রুত সলভেন্সি সার্টিফিকেট সুবিধা দেওয়া হবে। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বেতন, গাড়ি ও বাড়ির ঋণ সুবিধাও চালু করা হয়েছে।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের টাঙ্গাইল অঞ্চলের অঞ্চল প্রধান মো. বেলাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠানে বৃক্ষরোপণও করা হয়।