বকশীগঞ্জ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতিন রহমান, বকশীগঞ্জ: জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে। এরপর কার্যালয়ের সামনে আলোচনা সভা শুরু হয়।

বকশীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু ও পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে টেলিকনফারেন্সে যোগ দেন এম রশিদুজ্জামান মিল্লাত।

এসময় আরও বক্তব্য রাখেন বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এডভোকেট আনিছুজামান গামা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ রহমত আলী, যুগ্ম সম্পাদক তৌহিদ মেহেদী, কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন, নিলক্ষিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ মিয়া।

বক্তারা বলেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সেই স্বপ্ন পূরণ করতে হবে।

নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় ঘোষণাকে সম্মান জানিয়ে বিএনপি প্রতীক ধানের শীষ এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে বিজয়ী করতে উপজেলা যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার নির্দেশনা দেন বক্তারা।

Related Articles

Back to top button