ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাথে স্বাস্থ্য বিভাগের মতবিনিময়
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে হাসপাতাল রোডের কাঠ গোলাপ রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ বেসরকারি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জিল্লুর রহমান, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলাম, গাইনী বিশেষজ্ঞ ডা. খন্দকার আব্দুল গনি, বকশীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর খালিদ মাসুদ, জামালপুর বেসরকারি ক্লিনিক এন্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আব্দুর রাজ্জাক, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটনসহ সংশ্লিষ্টরা।
এসময় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন ঘাটতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন-`জনগণ যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যথাযথ চিকিৎসা সেবা পান, তা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। নিরাপদ প্রসূতি সেবা এবং নরমাল ও সিজারিয়ান ডেলিভারির যথাযথ নিয়ম অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি হাসপাতাল ও ডায়াগনস্টিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, প্যাথলজিকাল টেস্টের নির্ধারিত মূল্য বাস্তবায়ন ও পরীক্ষার গুণগত মান নিশ্চিতকরণের নির্দেশনা দেন।’
তিনি আরও বলেন- `অনুমোদন ছাড়া প্রতিষ্ঠান কার্যক্রম চালাতে পারবে না। জেলা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।’




