রিইউনিয়নের লোগো ও প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মোমেনশাহীর প্রাক্তন শিক্ষার্থীরা রিইউনিয়ন ও সিলভার জুবিলি অনুষ্ঠানের ঘোষনা দিয়েছে। এই অনুষ্ঠাসনকে সামনে রেখে আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে রিইউনিয়নের লোগো ও প্রামাণ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রিইউনিয়ন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেফটেন্যান্ট কর্ণেল আবু হায়াত মোঃ রিশাদ মোরশেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোগো ও প্রামাণ্যচিত্রের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে, এক আনন্দঘন ও উচ্ছ্বাসমুখর পরিবেশে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন ব্যাচের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- “এই রিইউনিয়ন শুধু পুনর্মিলনী নয়, এটি আমাদের অতীত ও বর্তমানের সেতুবন্ধন। এই প্রামাণ্যচিত্র আমাদের ইতিহাস, স্মৃতি ও অর্জনের গল্প বলবে নতুন প্রজন্মের কাছে।”
রিইউনিয়ন কমিটির আহ্বায়ক জানান-লোগো ও প্রামাণ্যচিত্র উদ্বোধনের মাধ্যমে রিইউনিয়ন উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইতোমধ্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই স্মৃতিচারণে মেতে ওঠেন এবং আগামীর রিইউনিয়ন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।




