মাদারগঞ্জ

ঝিনাই নদীতে আরো একশিশুর মরদেহ উদ্ধার, নিহত বেড়ে-৪, নিখোঁজ-১

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জের ঝিনাই নদীতে ডিঙি নৌকা ডুবে পাঁচ শিশু নিখোঁজের ঘটনায় আরো এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় নিহত বেড়ে দাড়িয়েছে ৪ জনে। তবে এখনো নিখোঁজ রয়েছে বৈশাখী নামে আরেক শিশু।

সকাল সাড়ে ১০ টার দিকে কুলছুম নামে শিশুটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৈশাখীর মরদেহ উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে তারা।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে নৌকা দিয়ে ঘোরাঘুরির সময় ডুবে যায় পাঁচজন। পরে ফায়ার সার্ভিস এসে তিনজনের মরদেহ উদ্ধাট করলেও নিখোঁজ থাকে দুইজন। রাতে উদ্ধার অভিযান বন্ধ ঘোষনার পর সকাল ৯টা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু হয়।

Related Articles

Back to top button