দেওয়ানগঞ্জ

অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রক্ষপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাফিজুর রহমান (৩৫) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩ নভেম্বর) উপজেলার চিকাজানি ইউনিয়নের গুলুরঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম বলেন- বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যাক্তি কে জরিমানা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button