‘শিক্ষকতা পেশায় নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক কর্মশালা
মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষকদের পেশাগত দক্ষতা, নৈতিকতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
”শিক্ষকতা পেশায় নৈতিকতা, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, আচরণ ও শিষ্টাচার এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮” শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি তার বক্তব্যে পেশাগত জীবনে নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
বক্তারা শিক্ষকতা পেশার মহান দায়িত্ব পালনে নৈতিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক সক্ষমতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। এ ছাড়া, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর নিয়মাবলী এবং কর্মক্ষেত্রে সঠিক আচরণ ও শিষ্টাচার বজায় রাখার বিষয়েও বিস্তারিত আলোকপাত করা হয়।
আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।




