মেলান্দহ

বিএনপির মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলা, টাকা ছিনতাই

স্টাফ রিপোর্টার: জামালপুরের মেলান্দহে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর এক কর্মীর উপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

হামলার শিকার মোঃ সম্রাট মিয়া (৩৭) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধায় হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মোঃ সম্রাট মিয়া (৩৭)  ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি হাজরাবাড়ী বাজারের কাঠ ব্যবসায়ী।

জানা যায়, জামালপুর-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র একজন কর্মী। সিদ্দিকী শুভ দলীয় মনোনয়ন না পেলেও নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠকসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সম্রাট মিয়া  তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্তরা হামলা করে তার কাছে থাকা নগদ ২লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

আহত সম্রাটের ভাই জাকির হোসেন লেবু বলেন- ‘আমার ভাই সিদ্দিকী শুভ’র কর্মী এটাই তার দোষ। আজ বিকেলে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী বাহিনীরা হামলা করে তার কাছে থাকা নগদ দুই লাখ আশি হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মারধর করে অজ্ঞান করে ফেলে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশংকাজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির চুড়ান্ত দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন-‘আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আজকে  পূর্বপরিকল্পিতভাবে আমার এক কর্মীর ওপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমার কর্মী-সমর্থকদের আরো বেশি ধৈর্যশীল ও শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।’

এসব বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন-‘আমি ঘটনাটি শুনেছি। এই বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।’

Related Articles

Back to top button