ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা
স্টাফ রিপোর্টার: জামালপুরে সৃজনশীলতা ও উদ্ভাবনের এক দৃষ্টিনন্দন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক বিজ্ঞান মেলা।
বৃহস্পতিবার সকালে শহরতলীর হরিপুর এলাকায় কলেজের নিজস্ব মাঠে এই মেলার উদ্বোধন করেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মো. শওকত আলম মীর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. শওকত আলম মীর বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগ তাদের বাস্তবমুখী চিন্তাশক্তি ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি করবে।”
এ সময় কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) রশিদুল ইসলাম খান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মেলায় মোট ৪০টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। এর মধ্যে ছিল স্মার্ট ফার্ম, স্মার্ট সেফটি কমপ্যানিয়ন, স্মার্ট ফায়ার ফাইটিং রোবট, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেমসহ নানা আধুনিক প্রযুক্তি নির্ভর উদ্ভাবন।
মেলাটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। দর্শনার্থীরাও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও উপস্থাপনা দেখে মুগ্ধ হন।
দিনব্যাপী এই মেলায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি ও বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতা। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ।
মেলার আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও নতুন কিছু আবিষ্কারের আগ্রহ আরও বৃদ্ধি করবে।




