তিন দিনব্যাপী ই-জিপির কর্মশালা
মোঃ মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘ই-জিপি প্রশিক্ষণ (e-GP Training) ২০২৫-২৬’ শীর্ষক তিন দিনব্যাপী এক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৭ নভেম্বর (সোমবার) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই কর্মশালা চলে আজ ১৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিএসই বিভাগের ল্যাব রুমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বচ্ছতা ও আর্থিক ব্যবস্থাপনায় গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক সরকারি ক্রয় প্রক্রিয়া বা ই-জিপি পদ্ধতিতে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে ই-জিপি প্রক্রিয়াকে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে সময় ও অর্থের সাশ্রয় নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা আনয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবিপ্রবির রেজিস্ট্রার নূর হোসেন চৌধুরী।
কোর্স ডিরেক্টর হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালাল।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে অভিজ্ঞতা বিনিময় করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুই কর্মকর্তা সহকারী প্রকৌশলী (ডিজাইন ইউনিট) মো. নাজিম উদ্দিন এবং সহকারী প্রকৌশলী (প্রকিউরমেন্ট ইউনিট) মো. আরিফুজ্জামান।
বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা এই প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণকারীদের ই-জিপি প্ল্যাটফর্মে টেন্ডার তৈরি, দরপত্র দাখিল, কারিগরি ও আর্থিক মূল্যায়ন এবং চুক্তি ব্যবস্থাপনা সহ ক্রয় সংক্রান্ত সকল জটিল প্রক্রিয়া সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এসময় বক্তারা ই-জিপির মাধ্যমে অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।




