মেলান্দহ

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পেলেন জাবিপ্রবির নিশাত তাসনিম

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রথম ব্যাচের  শিক্ষার্থী নিশাত তাসনিম রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে প্রভাষক (লেকচারার) হিসেবে নিয়োগ পেয়েছেন।

নিশাত তাসনিম জাবিপ্রবির সিএসই বিভাগের প্রতিষ্ঠাকালীন বা প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি কুষ্টিয়ায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি’-তে যোগদান করেন।

​নিজের এই অর্জন ও অনুভূতির বিষয়ে নিশাত তাসনিম বলেন- “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষকতায় আসার প্রবল ইচ্ছা ছিল। আজ সেই স্বপ্নের একটি বাস্তব রূপ পেয়েছি। একটি নতুন বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে আমার যাত্রা শুরু হলো।”

​তিনি তার এই সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন- “আল্লাহর অশেষ রহমত, আমার বাবা-মায়ের নিরন্তর দোয়া এবং শ্রদ্ধেয় শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার পাশে ছিলেন।”

​ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আশা করি এই নতুন অধ্যায় হবে আমার শেখা ও শেখানোর এক অপূর্ব পথচলা। জ্ঞান বিতরণের পাশাপাশি নিজেকে আরও পরিপূর্ণভাবে গড়ে তুলতে চাই এবং নিজের সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে চাই। আমার ওপর অর্পিত দায়িত্বটুকু যেন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থী।”

​নিশাত তাসনিমের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং সাধারণ শিক্ষার্থীরা।

Related Articles

Back to top button