ফজলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে নিজ বসতঘর থেকে আবিকুল ইসলাম ফজল (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি কামালপুর মোহাম্মদপুর গ্রামে গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলীর ছেলে।
জানা যায়, সোমবার (২৪ নভেম্বর) আনুমানিক বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে যেকোনো সময় আবিকুল ইসলাম ফজল তাঁর নিজ বসতঘরের কাঠের ধরনার সঙ্গে পাটের রশি দিয়ে ফাঁস লাগান।
প্রথমে তাঁর স্ত্রী নূরানি বেগম (২২) স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবগত করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিকভাবে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া ওই যুবকের আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।




