সদরে দুইটি মরদেহ উদ্ধার
জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।
সোমবার রাতে ও দুপুরে ইটাইল ইউনিয়নের মির্জাপুরে ও ঘোড়াধাপ বাজার এলাকা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়- ইটাইল ইউনিয়নের মির্জাপুর গ্রামে হাসান আলীর ছেলে রুহুল আমিনের (৫৩) মরদেহ বাড়ির পাশে বেলগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে দুপুরে ঘোড়াধাপ বাজারের বাজারের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
খবর নিয়ে জানা যায়- নিহত ফারুক হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার পূর্ব দক্ষিণ গ্রামের মজনু মিয়ার ছেলে।
এসব বিষয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজীব রহমান জানান- ‘ঘটনাস্থল পরিদর্শন করে দুই স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহগুলো জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে।’




