দেওয়ানগঞ্জ

ভুল করে ইঁদুরনাশক ট্যাবলেট সেবনে দুই জনের মৃত্যু

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ভুলবশত ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুইজনের  মৃত্যু হয়েছে।

রবিবার রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বানিয়াপাড়া গ্রামের মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া ও পোড়াভিটা গ্রামের কমল মিয়া ।

নিহতের স্বজনেরা জানান- রবিবার দুপুরে দু’জনই গ্যাসের ওষুধ ভেবে ভুল করে বাড়িতে রাখা ইঁদুর নাশক  ট্যাবলেট সেবন করেন। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কানকু মিয়ার।

পরে গভীর রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কমল মিয়ার।

নিহত দুইজনই একে অপরের বেয়াই বলে জানিয়েছে স্থানীয়রা।
এসব বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন-‘এই বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

Related Articles

Back to top button