মাদারগঞ্জপ্রধান খবর

হাওয়াই রোডে বিশৃঙ্খল দোকানপাট: সৌন্দর্যহানি ও ভ্রমণ অসুবিধায় পর্যটকদের ভোগান্তি

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র হাওয়াই রোড ও খরকা ঝিল-যা প্রকৃতিপ্রেমী ভ্রমণপিপাসুদের কাছে অনন্য আকর্ষণ। নীরব প্রকৃতি, ঝিলের স্বচ্ছ জলরাশি আর খোলা আকাশের বিস্তৃত সৌন্দর্য দেখতে প্রতিদিনই আসে অসংখ্য পর্যটক। তবে সম্প্রতি এই এলাকার সৌন্দর্য ও স্বস্তির পরিবেশ নষ্ট হচ্ছে সড়কের দু’পাশজুড়ে গড়ে ওঠা যত্রতত্র দোকানপাটের কারণে।

পর্যটকদের অবাধ চলাচলের প্রধান পথ হাওয়াই রোডের বড় অংশজুড়ে এখন দখল করে রেখেছে অস্থায়ী দোকানীরা। এতে একদিকে সড়ক সংকুচিত হয়ে পড়েছে, অন্যদিকে ঝিলের আশপাশের নৈসর্গিক পরিবেশ হারাচ্ছে তার স্বাভাবিক রূপ।

ভ্রমণকারীরা জানান- দোকানের ভিড় ও বিশৃঙ্খলার কারণে হাঁটা-চলা থেকে শুরু করে ছবি তোলা-সর্বক্ষেত্রেই তারা অসুবিধার মুখে পড়ছেন।

সচেতন মহলের দাবি- দোকানগুলো যদি সড়কের একপাশে সুশৃঙ্খলভাবে বসানো হয় অথবা মূল সড়ক বাদ দিয়ে নির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়, তবে পর্যটকদের চলাচল স্বাচ্ছন্দ্যময় হবে এবং পুরো পর্যটন এলাকার পরিবেশ, শৃঙ্খলা ও নান্দনিকতা ফিরে আসবে।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন-যাতে মাদারগঞ্জের এই অনন্য পর্যটন কেন্দ্রটি তার মূল সৌন্দর্য রক্ষা করে আরও বেশি ভ্রমণপিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে।

Related Articles

Back to top button