ইসলামপুর

১২ কিলোমিটার দীর্ঘ বিএনপির দলীয় পতাকা

ফিরোজ শাহ,ইসলামপুর: জামালপুর ইসলামপুরে বিজয় দিবস উপলক্ষে ১২ কিলোমিটার লম্বা লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর-১৩৮) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিমের নির্দেশনায় ও পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনের সহায়তায়,বিজয়ের মাস উপলক্ষে দলীয় পতাকা প্রদর্শনী করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, ইসলামপুর বটতলা চত্বর থেকে শুরু হয়ে পৌরসভার কাচাঁরীরোড হয়ে লাউদত্ত, মুখশিমলা, হাড়িয়াবাড়ি সহ মলমগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার লম্বা লাল-সবুজ রঙের বিএনপির দলীয় পতাকা প্রদর্শন করা হয়। এই ব্যতিক্রমী দীর্ঘ পতাকা প্রদর্শনীতে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসাহ উদ্দীপনার।

এখবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দীর্ঘ এই পতাকা প্রত্যক্ষ করতে বিভিন্ন যানবাহনে করে পথের দু’ধারে ভিড় করেন। অনেকে এই উদ্যোগের প্রশংসা জানিয়েছেন।

এবিষয়ে পাথর্শী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মমিন জানান- বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী পতাকা প্রদর্শন করতে পেরে অনেক আনন্দিত সে। এ এস এম আব্দুল হালিমের নির্দেশনায় তার এই উদ্যোগ বলেও জানায় মমিন।

Related Articles

Back to top button