জামালপুর

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

শফিকুল ইসলাম,জামালপুর: যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, জেলা বিএনপি ও বিভিন্ন সামজিক,সাংস্কৃতিক,সংগঠন।

সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো: ইউসুপ আলী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। জেলা প্রশাসকের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়।

এরপর পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা পুলিশ, জেলা বিএনপি, স্বাস্থ্য বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব জামালপুর, জামালপুর জেলা প্রেসক্লাব, সচেতন নাগরিক কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও বিজয় দিবস উপলক্ষে কুজকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে।

Related Articles

Back to top button