দেওয়ানগঞ্জ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আব্দুল কুদ্দুসের

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক ভটভটি গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার, দেওয়ানগঞ্জ সানান্দবাড়ী সড়কের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ। নিহত আব্দুল কুদ্দুস পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার মোজাআটা গ্রামের মইনদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান- সানন্দবাড়ি গামী ইট বোঝাই একটি ভটভটি সড়কের পাশে দাড়ানো ছিল, এসময় একই দিক থেকে আসা ভারী মালবাহী ট্রাক পেছন দিক থেকে ভটভটিটিকে ধাক্কা দেয়। এসময় ভটভটিতে থাকা হেলপার আব্দুল কুদ্দুস ছিটকে পরে বৈদ্যুতিক খুঁটির সাথে চাপা পরে গুরতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

Related Articles

Back to top button