জামালপুর
এক যুগ পর চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
জাহাঙ্গীর আলম, জামালপুর: ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ থেকে সলিমুল্লাহ চেয়ারম্যান হত্যা মামলার প্রধান আসামি সুজন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যায় সুজন মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুজন মিয়া (৪৫) চিতুলিয়া গ্রামের মৃত আলহাজ্ব গিয়াস উদ্দিনের পুত্র।
তিনি নরুন্দি তদন্ত কেন্দ্রর এলাকার ঘোড়াধাপ ইউনিয়নে সলিমুল্লাহ চেয়ারম্যান হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ। তিনি এক যগি যাবত পলাতক ছিলেন বলে জানা যায়।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ সজিবুর রহমান জানান- গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে এবং ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে ৷




