সারাদেশ

শেরপুর চেম্বার অব কমার্সের কম্বল বিতরণ

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে চেম্বার ভবনে ৫ শতাধিক অসহায় নারী পুরুষদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. আরিফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, চেম্বার অব কর্মাসের পরিচালকদের মধ্যে মহিউদ্দিন আহমেদ মামুন, তৌহিদুর রহমান পাপ্পু, ইকরাম সেরনিয়াবাদ, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন বলেন-`শীতার্ত মানুষের দুর্ভোগ কমাতে শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোনো সমস্যা কিংবা সঙ্কটে শেরপুরের মানুষের পাশে থাকবে চেম্বার অব কমার্স ।’

Related Articles

Back to top button