জামালপুর

অধ্যক্ষের অফিসে সাবেক ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার: জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে অধ্যক্ষের প্রধান সহকারী পদে সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে স্থানান্তর করা হয়েছে।

কলেজ থেকে জানা যায়, গত ১১ জানুয়ারি কলেজ অধ্যক্ষের স্বাক্ষরে একটি বদলি সংক্রান্ত নোটিশ জারি করা হয়। ওই নোটিশে কলেজের বিভিন্ন বিভাগ ও অফিস থেকে মোট ৮ জন কর্মচারীকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়।

নোটিশ অনুযায়ী, অধ্যক্ষের অফিসে টানা ২৭ বছর দায়িত্ব পালনকারী সরকারি অফিস সহায়ক রফিকুল ইসলামকে অধ্যক্ষের কক্ষ থেকে সরিয়ে পাঠাগারে দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে খণ্ডকালীন অফিস সহায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা শামীমুল হক টিটুকে অধ্যক্ষের অফিসে দায়িত্ব দেওয়া হয়।

বদলিকৃত কর্মচারী রফিকুল ইসলাম বলেন- ‘আমাকে কেন বদলি করা হয়েছে, তার কোনো কারণ জানানো হয়নি। আমি দীর্ঘ ২৭ বছর ধরে অধ্যক্ষের অফিসে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্বকালেই ২৩ জন অধ্যক্ষ বদলি হয়ে গেছেন। বদলি আদেশ পাওয়ার পর আমি সেটিকে সম্মান জানিয়ে বর্তমানে পাঠাগারে দায়িত্ব পালন করছি।’

স্থানান্তর হওয়া শামীমুল হক টিটুর সাথে মোবাইল ফোনে কথা বলতে সোমবার সন্ধ্যায় দুইবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ শওকত আলম মীরের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Related Articles

Back to top button