জামালপুর

 ৪ জনের সশ্রম কারাদন্ড

শাওন মোল্লা,জামালপুর: জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক মামলায় ৪জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষনা করেন।

রায়ে সাজা প্রাপ্ত আসামীরা হলেন- জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হোসেন , শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মোঃ ফরিদ খন্দকার।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান- ২০২৩ সালের ১৪মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জেড়ে ১২ বছর বয়সী এক কন্যাকে উলঙ্গ করে মারধর করে নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন। এই ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে আসামী নয়নকে ৮ বছরের সশ্রম কারাদন্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামী আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এডভোকেট ফজলুল হক আরো জানান- ২০২৩ সালের ০৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা এক মামলায় মোঃ ফরিদ খন্দকারকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ। এছাড়াও দুই মামলার জরিমানার অর্থ ভিকটিম পাবেন বলে জানিয়েছে আইনজীবী।

Related Articles

Back to top button