কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ
স্টাফ রিপোর্টার: সামাজিক সংগঠন সততা সমাজ ফাউন্ডেশন-এর উদ্যোগে আনুষ্ঠানিক পদযাত্রা উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন সততা সমাজ ফাউন্ডেশনের সভাপতি খান সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ওমর ফারুক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির তালুকদার ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. ফারুক হোসেন তপাদার বলেন, মানুষের জীবনে তিনটি পরিচয় রয়েছে। প্রথমটি জন্মগত পরিচয়, দ্বিতীয়টি কর্মপরিচয় যা পরিবার, সমাজ ও পরিবেশের ওপর নির্ভরশীল এবং তৃতীয়টি মানবিক পরিচয়, যা মানুষ নিজ যোগ্যতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে অর্জন করে। এই মানবিক পরিচয় গঠনে সামাজিক সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুখ-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে শিক্ষার্থী, সংগঠনের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধিজন অংশ নেয়।




