জামালপুর

কলেজ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সমাধান হলো ভাইরাল অপ্রীতিকর ঘটনার

হৃদয় আহম্মেদ শাওন,জামালপুর: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে প্রকাশ্যে দিবালোকে দুই শিক্ষার্থীর অপ্রীতিকর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং তা সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সঞ্চার করে।

গতকাল (রবিবার) দুপুরে কলেজ ক্যাম্পাসের ভেতরে ধারণ করা ওই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ পেতে দেখা যায়।

পরবর্তীতে বিষয়টি কলেজ প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিকভাবে তারা ঘটনার সত্যতা যাচাই ও অনুসন্ধান শুরু করেন।

অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখা দুই শিক্ষার্থীর একজন সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী ও অপরজন তার স্বামী।

এ প্রেক্ষিতে কলেজ প্রশাসন আজ একটি জরুরি সভা আহ্বান করে। সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থী দম্পতিকে উপস্থিত করা হলে তারা কলেজ প্রশাসনের সামনে নিজেদের ভুলের বিষয়টি স্বীকার করে। তারা আরও বলে যে ঐদিন তাদের প্রথম বিবাহ বার্ষিকী ছিলো তাই অবেগের বশবর্তী হয়ে এই ভুল কাজটি করে ফেলেছে। তারা প্রতিশ্রুতি দেয় ভবিষ্যতে এ ধরনের কোনো ভুল হবে না। তারা ক্ষমাও প্রার্থনা করে।

Related Articles

Back to top button