ভোটার সচেতনতায় উঠান বৈঠক
মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের কোমরভাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার ২২ জানুয়ারি একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মিজ অন্নপূর্ণা দেবনাথ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সক্রিয়ভাবে অংশগ্রহণে ভোটারদের উদ্বুদ্ধ করার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, দেশের উন্নয়নের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভবিষ্যৎ গড়ার চাবি আপনাদের হাতে। তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনাও প্রদান করেন।
বক্তারা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় নির্বাচন পরিবেশ শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে। একইসঙ্গে ভোটারদের সচেতনতা বাড়াতে এ ধরনের সভা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।




