ছাত্রদের ভোটে মির্জা আজম হলের নতুন নাম ‘বিজয় ২৪’
মো. মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ছাত্র হলের নাম পরিবর্তন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে অনুষ্ঠিত মতামত প্রদানের ভোটে জয়ী হয়েছে ‘বিজয় ২৪’ নামটি। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে এই নাম চূড়ান্ত করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
ফলাফলে দেখা যায়- মোট ৩৬৫টি ভোটের মধ্যে ‘বিজয় ২৪’ নামটি পেয়েছে ২৩০ ভোট। আর ‘হযরত শাহ্জামাল (র.)’ নামটি পেয়েছে ১৩২ ভোট। ৩টি ভোট বাতিল বলে গণ্য হয়েছে। ফলে প্রশাসনিকভাবে এখন থেকে ছাত্র হলটি ‘বিজয় ২৪ হল’ নামেই পরিচিত হবে। খুব দ্রুত সিন্ডিকেটের মাধ্যমে নামটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নির্বাচন কমিশন থেকে জানা গেছে- হলের মোট ভোটার সংখ্যা ছিল ৬৮৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন শিক্ষার্থী, যা মোট ভোটারের ৫৩ দশমিক শূন্য ৫ শতাংশ। সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এক ঘণ্টা বিলম্বে বেলা ১১টায় ভোট শুরু হয় এবং চলে বিকেল ৫টা ৫ মিনিট পর্যন্ত।
গণিত বিভাগে ৭৩ জন, সমাজকর্ম বিভাগের ৬৬ জন, ব্যবস্থাপনা বিভাগের ৬২জন, সিএসই বিভগের ৪৭ জন ও ফিশারিজ বিভাগে ৩০ জন। ইইই বিভাগের একটি ব্যাচ শিক্ষাসফরে থাকায় তাদের ২৯ জন শিক্ষার্থী অনলাইনে ভোট দেন, বাকি ৩৩ জন স্বশরীরে ভোট দেন। নির্বাচনে তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়। ভোট চলাকালে মাইকে প্রচারণা চালানো নিয়ে কিছু শিক্ষার্থী অভিযোগ তুললেও দিনভর পরিবেশ ছিল শান্তপূর্ণ ও উৎসবমুখর। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
হলটির ভারপ্রাপ্ত প্রভোষ্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীকে আহ্বায়ক করে সাত বিভাগের ৭জন প্রতিনিধি শিক্ষকের মাধ্যমে নির্বাচন পরিচালনা করেন।এতে নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।




