মাদরাসার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
রোববার দুপুরে মাদরাসা কক্ষে সংবাদকর্মীদের উপস্থিতিতে এই দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ জানান- বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসাটি শহরের প্রাণকেন্দ্রে এবং উপজেলা প্রশাসন ও থানার নিকটবর্তী একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। ২০২০ সালে উপজেলা ও জেলা প্রশাসনের সম্মতিতে এখানে দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত হয়েছিল।
তিনি অভিযোগ করেন- তৎকালীন আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রভাবে কেন্দ্রটি সরিয়ে তাঁর শ্বশুরের প্রতিষ্ঠিত বাট্টাজোড় কে. আর. আই কামিল মাদরাসায় নিয়ে যাওয়া হয়। সম্প্রতি মাদরাসা বোর্ড আবারও সেই একই দুর্গম এলাকায় পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অধ্যক্ষ আরো জানান- খয়ের উদ্দিন মাদরাসায় ৪ তলা ভবন বিশিষ্ট প্রাচীর বেষ্টিত নিরাপদ ক্যাম্পাস থাকলেও বাট্টাজোড় মাদরাসায় তেমন বহুতল ভবন নেই। খয়ের উদ্দিন মাদরাসা শহরের জিরো পয়েন্টে অবস্থিত। অন্যদিকে বাট্টাজোড় মাদরাসাটি শহর থেকে প্রায় ৮-১০ কিমি দূরে একটি দুর্গম গ্রামে, যেখানে যাতায়াত ও যানবাহন সমস্যা প্রকট। খয়ের উদ্দিন মাদরাসায় শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সংখ্যা বাট্টাজোড় মাদরাসার তুলনায় অনেক বেশি।
সংবাদ সম্মেলনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।




