Jamalpurnews24.com এর নতুন যাত্রা
আজ থেকে শুরু হচ্ছে জামালপুরের প্রথম অনলাইন নিউজ পোর্টাল jamalpurnews24.com এর নতুন যাত্রা। ২০১৩ সালের ১ জুলাই আমাদের যে যাত্রা শুরু হয়েছিল। সঙ্গত কারণেই মাঝের কয়েকটি বছর সেটি বন্ধ রাখতে হয়েছিল। নতুন বাংলাদেশে আমরা শুরু করছি আমাদের নতুন যাত্রা।
তথ্যপ্রযুক্তির যুগে যখন ভুয়া খবর, গুজব আর বিভ্রান্তির ভিড়ে সত্য হারিয়ে যেতে বসেছে—তখনই আবারও সত্য, বস্তুনিষ্ঠতা আর জনস্বার্থকে সামনে রেখে আমরা আমাদের নতুন যাত্রার শুরু করছি নতুন উদ্যমে, নতুন রূপে।
এই যাত্রার নেতৃত্বে রয়েছেন জেলার গর্ব, প্রিয়মুখ, নির্ভীক সাংবাদিক শোয়েব হোসেন, যিনি প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর হাত ধরে jamalpurnews24.com শুধু একটি নিউজ পোর্টাল নয়, বরং হয়ে উঠবে জামালপুরবাসীর মনের ভাষা, বাস্তবতার প্রতিচ্ছবি এবং ন্যায়ের কণ্ঠস্বর।
আমাদের অঙ্গীকার
আমরা বিশ্বাস করি—সাংবাদিকতা শুধুই সংবাদ পরিবেশনের নাম নয়, এটি দায়িত্ব, এটি সামাজিক দায়বদ্ধতা। তাই এই অনলাইনের প্রতিটি স্টোরি, প্রতিটি হেডলাইন, প্রতিটি লাইভ রিপোর্টে থাকবে মানুষের কথা, জনমানুষের ভাবনা এবং জামালপুরের সমস্যা, সম্ভাবনার কথা।
আমরা তুলে ধরবো প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন-ব্যর্থতা, আশা-আকাঙ্ক্ষা। চায়ের দোকান থেকে শুরু করে মঞ্চসভা পর্যন্ত—আমরা আছি জনগণের কাছে, জনগণের মাঝে।
প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক রূপ
নতুনভাবে সাজানো ওয়েবসাইটে এখন খবর পড়া আরো সহজ, দ্রুত ও ইউজার-ফ্রেন্ডলি। মোবাইল, ট্যাব বা ডেস্কটপ—যেকোনো ডিভাইস থেকে খুব সহজেই দেখা যাবে আপডেটেড খবর। থাকছে লাইভ আপডেট, ভিডিও রিপোর্ট, বিশ্লেষণধর্মী ফিচার, এবং জেলা-উপজেলা ভিত্তিক আলাদা নিউজ ক্যাটাগরি।
যারা আছেন আমাদের সাথে
এই নতুন যাত্রায় আমাদের সাথে যুক্ত হয়েছেন জেলার প্রতিটি উপজেলা থেকে দক্ষ প্রতিনিধি। প্রতিটি রিপোর্টার হচ্ছেন নিজ নিজ এলাকার বাস্তবতার সবচেয়ে কাছের মানুষ। তাদের পাঠানো প্রতিবেদনেই উঠে আসবে জামালপুরের প্রকৃত চিত্র।
আমরা কৃতজ্ঞ আমাদের পাঠক, শুভাকাঙ্ক্ষী, এবং সকল সহকর্মীর প্রতি—যারা jamalpurnews24.com-কে ভালোবেসেছেন, সমর্থন করেছেন, এবং আজকের এই নতুন যাত্রায় সঙ্গী হয়েছেন।
প্রকাশক হিসেবে শোয়েব হোসেনের প্রতিশ্রুতি
প্রকাশক শোয়েব হোসেন বলেন- “আমার লক্ষ্য একটাই—জামালপুরের মানুষের কথা বলা। কোনো দল বা গোষ্ঠীর নয়, আমরা থাকবো জনগণের পাশে। যেটা সত্য, সেটাই বলবো। যে দুঃখটা মানুষের, সেই দুঃখটাই প্রকাশ করবো। jamalpurnews24.com হবে গণমানুষের, নির্ভীক এবং দায়িত্বশীল গণমাধ্যম।”
সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তরুন সাংবাদিক সাইমুম সাব্বির শোভন।
সম্পাদক সাইমুম সাব্বির শোভন বলেন- jamalpurnews24.com আমার কাছে শুধু একটি অনলাইন পোর্টাল নয়—এটি আমার স্বপ্ন, দায়িত্ব ও ভালোবাসার জায়গা। আমি এই প্ল্যাটফর্মকে মানুষের মুখপত্র হিসেবে গড়ে তুলতে চাই। সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে নির্ভীকভাবে কাজ করাই আমাদের লক্ষ্য। জামালপুরের প্রতিটি মানুষের কথা যেন এই পোর্টালের মাধ্যমে উচ্চারিত হয়—সেই চেষ্টায় আমি ও আমার টিম প্রতিশ্রুতিবদ্ধ। আপনাদের বিশ্বাস ও ভালোবাসাই আমাদের পথচলার শক্তি।
ভবিষ্যতের লক্ষ্য
আমরা স্বপ্ন দেখি, jamalpurnews24.com হবে জামালপুরের সবচেয়ে প্রভাবশালী ও নির্ভরযোগ্য অনলাইন সংবাদমাধ্যম। যেখান থেকে প্রতিদিন সকাল শুরু হবে জেলার মানুষের জন্য সত্য ও সুন্দর বার্তা নিয়ে।
আমরা আরও পরিকল্পনা করছি জেলা ভিত্তিক নিউজ শো, সরাসরি প্রতিবেদন, এবং তরুণ সাংবাদিকদের জন্য মিডিয়া প্রশিক্ষণ কার্যক্রম।
আজকের দিনটি শুধু যাত্রা নয়, এটি এক প্রত্যাবর্তন।
এই দিনটি কেবল একটি অনলাইন নিউজ পোর্টালের পুনরায় চালু হওয়া নয়—এটি এক প্রত্যাবর্তন। সত্যের প্রত্যাবর্তন, মানুষের প্রত্যাশার প্রত্যাবর্তন, এবং সাহসী সাংবাদিকতার প্রত্যাবর্তন।
জামালপুরের মানুষ জানেন—আমরা আপস করি না। আমরা আছি সত্যের সাথে এবং থাকবো।
jamalpurnews24.com আপনাদের সংবাদপত্র নয়, এটি আপনাদের কণ্ঠস্বর