জামালপুরে স্বামীর ছুরি আঘাতে আহত স্ত্রীর মৃত্যু
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে স্বামীর ছুরির আঘাতে আহত স্ত্রী লাভলি আক্তার (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় স্বামী ওয়াহেদ
আলীকে (৭০) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার রাত ৩ টার দিকে পৌর শহরের নামাপাড়া এলাকার নিজ বাসায় এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
লাভলি আক্তারের স্বজনরা জানান, লাভলি আক্তারের সাথে তার স্বামীর প্রায় ঝগড়া লেগেই থাকতো। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তার স্বামী ওয়াহেদ আলী কবিরাজ ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাত করে। লাভলি আক্তারের ডাক চিৎকারে পাশের রুমে থাকা তার ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৪ দিকে লাভলি বেগম মারা য়ায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন- এই ঘটনায় স্বামী ওয়াহেদ আলী কবিরাজকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।