হৃদয় আহম্মেদ, জামালপুর: সরকারি আশেক মাহমুদ কলেজে প্রথমবারের মতো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ২২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে।
শনিবার (৫ জুলাই) রাত ১১টার দিকে এ কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে মাহমুদুল হাসান বিবেককে আহ্বায়ক, তারেক শেখকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল হাসানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত আহ্বায়ক মাহমুদুল হাসান বিবেক এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা সুস্থ ধারার ছাত্রবান্ধব রাজনীতিতে বিশ্বাস করি। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে আমরা সবসময় পাশে থাকব।”
অপরদিকে, সদস্য সচিব নাজমুল হাসান বলেন, “আমাদের সংগঠন রাজপথ থেকে গড়ে উঠেছে। আমরা বরাবরই শিক্ষার্থীদের অধিকার আদায়ে আন্দোলন করে এসেছি এবং ভবিষ্যতেও করে যাব। আমাদের নবগঠিত কমিটির সফলতার জন্য সবার দোয়া কামনা করছি।”