সারাদেশ

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশু নিহত, আহত ৫


রাকিবুল আওয়াল পাপুল, শেরপুরঃ শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় বাস ও সিএনজি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৫জন।

সোমবার ( ৭ জুলাই ) ঢাক-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি নকলা উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এসে পৌছালে শেরপুর থেকে ঢাকার উদ্যেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিয়াম পরিবহনের বাসটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।

এতে  সিএনজি চালক বাবলা,  যাত্রী তন্ত্রা ও তার স্বামী প্রসেনজিৎ, সেতু ও ইমরান আহত হন।

ঘটনাস্থলেই নিহত হন  প্রসেনজিৎ ও তন্ত্রা দম্পত্তির ৭ মাসের সন্তান শুভ্র ।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের অবস্থা আশংকাজনক হওয়া উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, আমরা সিয়াম পরিবহনের বাসটি আটকসহ ঘটনাস্থল থেকে দুমড়েমুচরে যাওয়া সিএনজিটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। এ সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।

Related Articles

Back to top button