জামালপুর

জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিল্লাল হোসাইন, জামালপুর : দীর্ঘদিন ধরে গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জামালপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন জনি, ইমরান কায়ছার, হীরা, সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মানিক, সাব্বির রহমান রবিন, হাদিউল ইসলাম রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক রমজান চিশতি, প্রচার সম্পাদক পপেল মাহমুদ, সজিব, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শহর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক সৈকত সালমান, ঢাকা তিতুমী কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান ইলি প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button