মেলান্দহ

জাবিপ্রবিতে শুরু হলো ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’

মো: মিরাজুল ইসলাম, জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জুলাই স্মৃতি ২০২৪ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট’।

সোমবার (১৫ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই ক্রীড়া উৎসবের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নাজমুল হুদা। এছারাও প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে মুখোমুখি হয় ব্যবস্থাপনা বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দু’দলের খেলোয়াড়দের পাসিং, ড্রিবলিং ও আক্রমণাত্মক খেলা দর্শকদের দারুণভাবে আকর্ষণ করে।

বৈরী আবহাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেও খেলা মাঠে দর্শকদের সরব উপস্থিতি দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমী দর্শকদের। ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে গঠিত মোট ০৭টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল

Related Articles

Back to top button