শিবিরের আয়োজনে ৩৬ জুলাই স্মৃতি ডকুমেন্টারি প্রদর্শনী
হৃদয় আহম্মেদ, জামালপুর: গণজাগরণের ইতিহাসে স্মরণীয় জুলাই আন্দোলনের বাস্তবচিত্র ও শহীদদের ত্যাগ-তিতিক্ষা তুলে ধরতে জামালপুরে ৩৬ জুলাই স্মৃতি ডকুমেন্টারি প্রদর্শনী হয়েছে।
আন্দোলনের সকল শহীদের স্মরণে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ জনাব হারুন অর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক সংসদের সম্পাদক জনাব রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জামালপুর জেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রদর্শনী শেষে বক্তারা বলেন- ছাত্রশিবির সবসময়ই শিক্ষাবান্ধব ও আদর্শিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই আয়োজন শিক্ষার্থীদের ইতিহাস চর্চা, দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করবে।
সাধারণ শিক্ষার্থীরা বলেন- এমন অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত। আজকের এই আয়োজন আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ইতিহাসকে বইয়ের বাইরে গিয়ে দেখতে পেলাম।
এ ধরণের কার্যক্রম যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এমনটাই আশা শিক্ষার্থীদের।