প্রধান খবর

আইসিসি নিয়ে ট্রাম্পের আদেশ আটকালেন মার্কিন ফেডারেল বিচারক

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে যারা কাজ করছেন, তাদেরকে নিশানা বানিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের কার্যকারিতা আটকে দিয়েছেন মার্কিন এক ফেডারেল বিচারক।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গত ৬ ফেব্রুয়ারি ট্রাম্প যে আদেশ জারি করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রের নাগরিক বা ইসরায়েলের মতো মিত্রদের নিয়ে আইসিসির তদন্তে যুক্ত ব্যক্তিদের ওপর ব্যাপক অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছিল।

প্রেসিডেন্টের এ আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে এপ্রিলে ২ মানবাধিকারকর্মী মামলা করে দেন, তার ধারাবাহিকতায় শুক্রবার বিচারক ন্যান্সি টোরেসেন ট্রাম্পের আদেশের কার্যকারিতা আটকে দেন।

ডিস্ট্রিক্ট বিচারক টোরেসেন প্রেসিডেন্টের আদেশকে মত প্রকাশের স্বাধীনতায় অসাংবিধানিক হস্তক্ষেপ অ্যাখ্যা দিয়েছেন বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“যে লক্ষ্যে আদেশটি জারি হয়েছে, তা পূরণের তুলনায় এটি বেশি মাত্রায় মতপ্রকাশকে সীমিত করে দেবে বলেই মনে হচ্ছে।

“নির্বাহী আদেশটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা অন্য মার্কিন মিত্রের বিরুদ্ধে আইসিসির তদন্তের সঙ্গে সংশ্লিষ্টতা থাকুক বা না থাকুক, কৌঁসুলির সুবিধা হয় এমন বাক-নির্ভর বিভিন্ন সেবাও বিস্তৃত আকারে নিষিদ্ধ করবে,” বলেছেন বিচারক টোরেসেন।

ট্রাম্পের আদেশ বাস্তবায়নে বিচারকের স্থগিতাদেশ নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ বা আইসিসির প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মার্কিন প্রেসিডেন্টের ওই নির্বাহী আদেশে আইসিসির কৌঁসুলি ব্রিটিশ নাগরিক করিম খানের ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোলও তাকে নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এই পদক্ষেপের ফলে কোনো মার্কিন নাগরিকের কোনো কাজ যদি করিম খান বা নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তির উপকারে আসে তাহলে সেই মার্কিন নাগরিক দেওয়ানি ও ফৌজদারি সাজার মুখোমুখি হবেন, এমনটাই বলা হয়েছে আদেশে।

আইসিসি ও ডজনের বেশি দেশ ট্রাম্পের ওই আদেশের নিন্দা জানিয়েছিল।

Related Articles

Back to top button