জামালপুর ডেভোল্যাপমেন্ট ফোরামের কমিটি গঠন
নাজমুল আলম সভাপতি, ব্যারিস্টার মাহবুব সাধারণ সম্পাদক
শফিকুল ইসলাম : জামালপুর ডেভোল্যাপমেন্ট ফোরামের মোহাম্মদ নাজমুল আলম সভাপতি ও ব্যারিস্টার ডক্টর মাহবুব কে সাধারণ সম্পাদক করে মোট ১৭ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি করা হয়েছে।
রবিবার (২০ জুলাই) দুপুরে ঢাকার কাকরাইলে-ঢাকাতে বসবাসকারী জামালপুরের সর্বসাধারণ এক সভায় মিলিত হয়ে এই কমিটি গঠন করা হয়।
জামালপুর জেলায় বিভিন্ন উন্নয়নে অবদান রাখার জন্য “জামালপুর ডেভোল্যাপমেন্ট ফোরামে” মোহাম্মদ নাজমুল আলম সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোটের এডভোকেট ব্যারিস্টার ডক্টর মাহবুব সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি এডভোকেট আমিনুর রশিদ তালুকদার শিপলু, সহ সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এস এম এ মামুন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম ও মোঃ আখলাকুর রহমান , কোষাধক্ষ্য মোঃ আরিফ খান রাসেল, প্রচার সম্পাদক মোঃ আসলাম বাদল , ছাত্র কল্যাণ এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সহকারী প্রফেসর রেবেকা সুলতানা মেরি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহমিনা আক্তার, মোঃ সাঈদ ফারুক, মোহাম্মদ আতিকুর রহমান এফ সি এ, এডভোকেট জাকিরুল করিম ইমরান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহিবুর রৌফ শৈবালসহ মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান এবং উক্ত সংগঠনের পক্ষ থেকে সবাইকে জামালপুরের উন্নয়নের এগিয়ে আসার অনুরোধ জানান ঢাকাতে বসবাসকারী জামালপুরের সর্বসাধারণ মানুষ।