দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠিত

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠান হয়েছে।

শনিবার (২৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

অনুষ্ঠানে জুলাইয়ের স্মৃতিচারণ,শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল, এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ। বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে ফাতেমা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী মোঃ সৌরভ হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ সোহেল রানাসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্য, অন্যায় ও অবিচার রুখে দিয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যাক্ত করেন।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যগণ এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Related Articles

Back to top button