দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ৮৩ বোতল বিদেশি মদ সহ আটক ৭

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ৮৩ বোতল বিদেশি মদ ও দেশীয় অস্ত্র সহ সাত ব্যাক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল সোমবার (০৪ আগষ্ট ) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সিমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৫ আগষ্ট) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মোঃ পলাশ মিয়া (৪২), জাহিদুল ইসলাম (৩৮), মোঃ মিষ্টার আলী (৪৫), মোঃ শাহজাহান (৪৫), আব্দুল আয়েল (৪২), মোঃ সবুজ মিয়া (৩০) ও রমজান আলী (২৪)।

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা (ডিবি) ২ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মনি সাধ্য।

গোয়েন্দা পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় বিদেশি মদ বিক্রির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ওই সাতজন মাদক কারবারি কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের তারা পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। এ সময় তিন জন পালিয়ে যায়। পরে সেখান থেকে ৮৩ বোতল বিদেশি মদ জব্দ ও অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (২) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, আটককৃত দের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Related Articles

Back to top button