মেলান্দহ

এক দিনের জন্য ব্যবসায়ী; অ্যাসাইনমেন্ট হিসাবে জাবিপ্রবিতে ফল বিপণন উৎসব

মো: মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: “সঠিক বিপণন, উন্নত ব্যবস্থাপনা—ফল চাষে আসুক নতুন প্রভা” এই স্লোগান নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক ফল বিপণন ও ব্যবস্থাপনা উৎসব।

বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সবুজ চত্বর মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী বিপণন প্রয়াসে। দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক আতিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা তাদের ‘মার্কেটিং ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করে। তত্ত্বীয় জ্ঞানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার সংযোগ ঘটানোর লক্ষ্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এর আগেও প্রভাষক আতিকুর রহমান শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণসহ বিভিন্ন বাস্তবমুখী শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হয়েছেন।

উৎসবে ‘ফ্রুটি ফ্যাশন’, ‘ফলের বারান্দা’ এবং ‘বিজনেস থটস’ নামের তিনটি স্টল সাজিয়ে বসেন শিক্ষার্থীরা। প্রতিটি স্টলেই ছিল ড্রাগন ফল, স্ট্রবেরি, বারি মাল্টা, ক্যারামবোলা, কাঁঠাল, আম ও পেয়ারার মতো ২০ থেকে ৪০ প্রকারের দেশি-বিদেশি ফলের সমাহার। শুধু তা-ই নয়, ফলের বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরতে শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করে এনেছিল নানা পদের আচার, জ্যাম, জেলি এবং স্বাস্থ্যকর পানীয়। ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিটি স্টলেই ছিল বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার।

আয়োজনের সভাপতি ও প্রভাষক আতিকুর রহমান বলেন, “এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের হাতে-কলমে ব্যবসা ও বিপণনের শিক্ষা দেওয়া। শ্রেনী কক্ষে যা শেখানো হয়, তার বাস্তব প্রয়োগ তারা এখানে করতে পারছে। ভবিষ্যতে তারা যখন কর্মজীবনে প্রবেশ করবে বা নিজেরাই উদ্যোক্তা হবে, তখন এই অভিজ্ঞতা তাদের জন্য পাথেয় হয়ে থাকবে।”

শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল ও বাস্তবধর্মী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অতিথিরা।

দিনভর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিপুল উৎসাহে স্টলগুলো পরিদর্শন করেন এবং ফল ও ফলের তৈরি বিভিন্ন পণ্য কিনে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

Related Articles

Back to top button