রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে কিশোরী পরিবারকে ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের নিয়ে দ্রুত আয়-বৃদ্ধিমূলক এবং ব্যবসা শুরু ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে রৌমারী আরডিআরএস অফিস হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৮ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী এই প্রশিক্ষণ চলবে।  এনআরকে-টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রশিক্ষনটির আয়োজন করেন চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কামরুজ্জামান পাইকার।

এসময় উপস্থিত অতিথিরা বলেন- আয়-বৃদ্ধিমূলক কর্মকান্ডে অভিভাবকদের সম্পৃক্ত করা গেলে কিশোরীদের বাল্যবিবাহের ঝুঁকি কমে আসবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা শুরু ও উন্নয়নের মাধ্যমে পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে।

প্রশিক্ষণ পরিচালনা করেন আরডিআরএস সিএনবি প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মো: শাহীনুর ইসলাম জীবন। এই কর্মশালায় ৩০ জন উপকারভোগী পরিবার প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

Related Articles

Back to top button