বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
পরে দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং উপজেলার সাতটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।
আলোচনা সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এবং সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান মিস্টার, আব্দুল হামিদ, গাজীউর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুর রহমান মমতাজ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দাদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি জোবায়দুল ইসলাম শামীমসহ আরও অনেকে।