মাদারগঞ্জ

মাদারগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগ 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম কাজল ও তার ভাইদের বিরুদ্ধে জমি দখলের পায়তারার অভিযোগ ওঠেছে। এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে- গুনারীতলা মধ্যপাড়া এলাকার আতিকুর রহমানের কাছ থেকে ফখরুদ্দিন বুলবুল ৮/৯ বছর আগে গুনারীতলা মৌজার ৬১৫৮ দাগে আট কাঠা জমি ক্রয় করেন। ফখরুদ্দিন বুলবুল ও তার পরিবারের সদস্যরা ঢাকা থাকায় স্থানীয়  জাহিদুল ইসলাম কাজল, জাহিনুর, সুভাষ, সবুজ, সুজল, জুবাইদুল ও রঞ্জু মন্সী ক্রয়কৃত জমি দখলের পায়তারা করে। পরে ফখরুদ্দিন বুলবুলের ভাগিনা মাদারগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আশিকুর রহমান আশিক বলেন-‘আমার মামা ঢাকায় ব্যবসা করেন। সেই সুযোগে প্রতিবেশী জাহিদুল ইসলাম কাজল ও তার ভাইয়েরা আমার মামার ক্রয়কৃত জমির মধ্যে সিমেন্ট খুঁটি পুতে, টিনের বেড়া দিয়ে জমি দখলের পায়তারা করে। জাহিদুল ইসলাম কাজল গুনারীতলা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। বিএনপির প্রভাব খাটিয়ে সে জমি জবরদখলের চেষ্টা করে।এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে জমি দখল পায়তারার অভিযোগটি অস্বীকার করে বিএনপি নেতা জাহিদুল ইসলাম কাজল বলেন-‘এমন কোনকিছু হয়নি। বৃষ্টিতে মাটির চাপে সিমেন্টের খুটিগুলো হেলে গিয়েছে। মাটি উঠিয়ে খুটিগুলো সুজা করে দিবো।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন-‘জমি দখল সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related Articles

Back to top button