রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা
মাসুদ পারভেজ রুবেল, রৌমারী (কুড়িগ্রাম): বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ মেনে চলি, বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব মজিবর রহমান। সভার সভাপতিত্ব করেন যাদুরচর যুব সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি নাসির হোসেন নিলয়। রৌমারী ফেন্ডশীপ যাদুরচর ইউনিয়স প্যারালিগ্যাল লাভলী আক্তার, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজন করে যাদুরচর যুব সমাজ কল্যাণ সংগঠন, রৌমারী, কুড়িগ্রাম। এতে সহযোগিতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ।
আলোচনায় প্রধান অতিথি বলেন-বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন।
তারা বলেন, শিক্ষার প্রসার, জনসচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ সহজ হবে।
আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আইন শৃঙ্খলা, গ্রাম পুলিশ, আনছার ভিডিবি সদস্যদের সম্পৃক্ত করে একটি বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।