মাদারগঞ্জ

মাদারগঞ্জে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইমান মুনদিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু। হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি পশ্চিম নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ইমান মুনদিল ওই এলাকার সাকিলের ছেলে।

স্থানীয়রা জানান- সোমবার সকালে শিশু ইমান বাড়ির উঠানে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে মৃত অবস্থায় ভাসতে দেখা যায় ইমানকে। পরে স্থানীয়রা পুকুর থেকে ইমানের মরদেহ উদ্ধার করে।

জোড়খালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য মো. আমিনুল ইসলাম তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-‘পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে। এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন- পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Related Articles

Back to top button