মাদারগঞ্জ

মাদারগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বালিজুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়।

গ্রেফতারকৃত ওবায়দুর রহমান উপজেলার মধ্য তারতাপাড়া এলাকার মোঃ আব্দুল সালামের ছেলে।

পুলিশ জানায়- ওবায়দুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফু্ল্লাহ সাইফ  বলেন, “আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

Related Articles

Back to top button