বকশীগঞ্জ

বকশীগঞ্জ সীমান্তে ১০২ পিস ইয়াবাসহ যুবক আটক

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে ১০২ পিস ইয়াবাসহ উসমান গনি (২৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক হওয়া উসমান গনি বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের কাবিল হোসেনের ছেলে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর সীমান্ত এলাকার রামরামপুর থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর বিওপির হাবিলদার আমিনুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে অভিযান চালায়। এ সময় ১০২ পিস ইয়াবাসহ উসমান গনিকে হাতে নাতে আটক করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বিজিবি আটককৃত যুবক এবং উদ্ধারকৃত ইয়াবা থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় ধানুয়া কামালপুর বিজিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button